কোটা সংস্কার আন্দোলনে গত ১৫ জুলাই ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো ৩ জনকে নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা হলেন আসিকুল ইসলাম (৩৭), আমিনুল ইসলাম সুমন (৩৭) ও মো. সোহেল (৩২)।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের ঢাকা মেডিকেলর জরুরি বিভাগে নিয়ে আসেন।
জানা গেছে, পিস্তল হাতে শহীদুল্লাহ হল এলাকায় গুলি করা যুবক আটক হয়েছে- এই খবরে হাসপাতালে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রাথমিক চিকিৎসা শেষে ওই ৩ জনকে বের করে নিয়ে যাওয়ার সময় ছাত্রদের তোপের মুখে পড়েন তারা। তবে সেনাবাহিনী দ্রুত ৩ জনকে তাদের গাড়িতে তুলে নেয়। তবে চারপাশ থেকে তাদের মারধরের চেষ্টা করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এভাবে আধাঘণ্টা আটকে রাখা হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পরবর্তিতে ছাত্ররা আটক ৩ জনকে বহনকারী সেনাবাহিনীর গাড়িটি নিউমার্কেট থানার দিকে নিয়ে যান।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ঢাকা কলেজ থেকে তিনজনকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।