1. ra7665785@gmail.com : admin :
ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন নিহত - Alifnewstv.com
September 15, 2024, 4:29 am

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৪, ২০২৪
  • 22 Time View

অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় একটি পরিবারের সব সদস্য প্রাণ হারিয়েছেন। উপত্যকাজুড়ে গত ১০ মাসেরও বেশি সময় ধরে দখলদার সেনারা যে বর্বরতা চালাচ্ছে, এটি তার সর্বশেষ নজির।

বুধবার ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতের আগ মুহূর্তে নুসেইরাত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনী এ হামলা চালায়। এতে ‘পুরো আবু নাবা পরিবার ধ্বংস হয়ে যায়’। হামলায় ৭ সদস্যের পরিবারের মা, বাবা এবং দুই থেকে এগার বছর বয়সি পাঁচ শিশু প্রাণ হারায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহগুলোকে মধ্য গাজার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। ‘মৃত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর, যার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল’।

এদিকে বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা মা’আন এক বিস্তারিত প্রতিবেদনে বলেছে, যুদ্ধের ৩১৩তম দিনে ইসরাইলি যুদ্ধবিমান গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে গত ২৪ ঘণ্টায় ৫৬ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category