1. ra7665785@gmail.com : admin :
বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়ার বিচার করতে হবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী - Alifnewstv.com
September 15, 2024, 4:35 am

বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়ার বিচার করতে হবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১১, ২০২৪
  • 94 Time View

আলিফ নিউজ ডেক্স:
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। আমি আশা করব, এই অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার করবে। এর সঠিক বিচার না করলে এ সরকারকে তার জবাবদিহি দিতে হবে। বঙ্গবন্ধু এ দেশের সম্মান। তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে, তাহলে তাদের জবাবদিহি করতে হবে।

শুক্রবার রাতে টাঙ্গাইল শহরে নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতার লোভ নেই উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এই সময়টি দুই বছরের বেশি নয়। ইউনূসের ওপর শুধু জুলুম করা হয়েছে। তাকে যদি আমরা দেশের পক্ষে ও কাজে খাটাতে পারতাম, তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করছি, তিনি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।’ এ সময় তিনি পুলিশ সদস্যদের থানায় ফিরে যাওয়ারও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category