1. ra7665785@gmail.com : admin :
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন! - Alifnewstv.com
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

সিলেট বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ Time View

 

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার :

বৃহত্তম সিলেটের চার জেলার সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা সিলেট বিভাগীয় প্রেসক্লাব নানান আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন করেছে।।

সোমবার ৬ জানুয়ারী সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা দুপুরের পরে বিভাগীয় নগরী সিলেট শহরের একটি রেস্ট হাউজে অবস্থান করেন, পরে রাতে সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর প্রতিষ্টাতা ও নির্বচিাত সভাপতি খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র জনতার সফলতাকে স্বাগত জানাননো হয় এবং আন্দোলনে সৈরাচার সরকারের পতান করতে গিয়ে যারা শহীদ হযেছেন তাদের সম্মানে ৫ মিনিট দাড়িয়ে সম্মান প্রদান করা হয়। প্রস্তুতি আলোচনা সভায় সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুহেল আহমেদ এর সঞ্চালনায় প্রসক্লাবকে সংস্কারের জন্য দফায় দফায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কারের জন্য সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন (সিলেট), সহ-সভাপতি মোঃ জুসেপ চৌধুরী (মৌলভীবাজার)-সহ সংগঠনের কার্যকরী কমিটি ও সকল সদস্যরা তাদের গুরুত্বপূর্ন ভক্তব্য তুলে ধরেন।

মঙ্গলবার ৭ জানুয়ারি দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সাংবাদিকদের পরিচিতি ও গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সভাপতি খায়রুল আলম সুমন, এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুহেল আহমদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডিসি মো: আনোয়রুজ জামান। তিনি তার বক্তব্যে বলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব দীর্ঘ
দিন বৈষম্যের স্বীকার ছিল তা আমরা আবগত হয়েছি এবং এখন থেকে সিলেট বিভাগীয় প্রেসক্লাবকে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোতিার প্রযয়াজন তা আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সাংবাদিরা জাতির বিবেক তাই আপনারা আপনাদের পত্রিকায় স্বাধীন ভাবে সত্য প্রকাশ করবেন। এমন কোন সংবাদ প্রকাশ করা উচিত নয় যা মানুষকে বিভ্রান্তি সৃস্টি করে।

পরে মঙ্গলবার ৭ জানুয়ারি বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর উদ্যোগে খায়রুল আলম সুমন এর সভাতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব কুমার দেব (পুলিশ সুপার পদে (পদোন্নতি প্রাপ্ত), ডিবি সিলেট জেলা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম, সিলেট মহানগা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সাহিত্যিক, কলামিষ্ট , ব্যাসায়ী, সামাজিক সংগঠক ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে সিলেট এসএমপির পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা) বলেন, “সিলেট অলি আল্লাহর একটি পুণ্যভূমি, এবং এর মর্যাদা রক্ষায় সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা জানি, ‘Pen is mightier than the sword’ লেখনির শক্তি সমাজ পরিবর্তনে এক শক্তিশালী হাতিয়ার। যারা সত্যিকার অর্থে সমাজের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য কাজ করবেন, তাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সিলেট একটি সম্প্রীতির শহর, যেখানে মানুষের মধ্যে সহমর্মিতা রয়েছে। এটি আরও বৃদ্ধি প্রয়োজন। যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, সিলেটকে একটি শান্তিপূর্ণ, মডেল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব, এবং আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নও বাস্তবায়িত হবে।

সভাপতির বক্তব্যে খায়রুল আলম সুমন বলেন আমি একজন সাংবাদিক হয়েও বিগত সরকারের সময় আমি নির্যাতিত হয়েছি, মিথ্যা বানোয়াট মামলা থেকে রেহাই পাইনি। এমন কিছু মামলা করা হয়েছে যা মানুষতো দূরের কথা শয়তানও যে কাজ করবেনা এমন অপবাদ তুলে আমার উপর মামলা দিয়ে আমাকে সরিয়ে আমার ক্রয় করা জমি দখল করা হয়েছে।

তিরি আরও বলেন, সিলেট বিভাগীয় প্রসক্লাব এর সাংবাদিকরা সরকারি কোন প্রতিষ্টানে অবস্থান করেই সৈরাচারী সরকারের পোষিত সংবাদিকরা উক্ত অফিসের প্রধান দায়িত্ব কর্মকর্তাকে তারা বলতেন সিলেট বিভাগীয় প্রেসক্লাব বিএনপি”র প্রেসক্লাব তখন আমাদেকে বের করে দেওয়া হত। এখন ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলন করে রক্ষের বিনিময়ে জীবন দিয়ে সৈরাচারীর হাত থেকে তারা দেশকে রক্ষ করেছে । তাই বিগত দিনের মত আমরা আর বঞ্চিত হতে চাই না, আমরা স্বাধীন ভাবে গণমাধ্যমে কাজ করতে চাই বলে প্রধান অথিতি ও বিশেষ অথিতিদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সংগঠনের চার জেলার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক নয়া বঙ্গ বাজার পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চিফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জোসেপ আলী চৌ, দৈনিক সংগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, দৈনিক মুক্ত খবর সিলেট মহানগর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন, প্রেট্রোল বিডি পত্রিকার সংবাদদাতা ও প্রেসক্লাবের সদস্য মোঃ জাকির হোসেন, দৈনিক নাগরিক সংবাদ এর সিলেট প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ শাহান আহমেদ চৌধুরী, আমার বার্তা সিলেট প্রতিনিধি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সবুজ মিয়া, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকা স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান নাহিদ, দৈনিক এই বাংলা পত্রিকার সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সদস্য মোঃ আঃ মান্নান, দৈনিক বিকাল বার্তা’র সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সদস্য মোঃ শুকুর আলী, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ সেলিম উদ্দিন,দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল সালাম, দৈনিক একুশে সংবাদ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য বিজয় সাহা প্রমূখ।

ঐদিন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হলেও পরে সিলেট ভিবাগীয় প্রেসক্লাব এর সভাপতি খায়রুল আলম সুমন, সাধারণ সম্পাক সুহেল আহমদ ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও মো: সুয়েজ হেসেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষনা করেন, আমাদের ২ দিনের সম্পূর্ন আনুষ্টান আন্দেলনে শহীদ সাংবাদিক আবু তুরাবের নামে উৎসর্গ করে দিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category