1. ra7665785@gmail.com : admin :
সাতক্ষীরা ব্রহ্মরাজপুর বাজারে অভিনব কায়দায় চুরি - Alifnewstv.com
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর বাজারে অভিনব কায়দায় চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে নিউ দে জুয়েলার্স ও সাইকেল মেকানিকের দোকান থেকে নগদ ৩৪ হাজার টাকাসহ স্বর্নালংকার চুরির ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা ব্রহ্মরাজপুর বাজারের মৃত চন্ডী দের ছেলে কার্তিক চন্দ্র দের নিউ দে জুয়েলার্স ও সু মঙ্গল দেবনাথের সাইকেল মেকানিকের দোকানে সিদ কেটে চুরি সংঘটিত হয়েছে।

নিউ দে জুয়েলার্সের লকার ভেঙে ৩ ভরি সোনা, ৫ ভরি রুপা অলঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং একই সাথে পাশের দোকান সুমঙ্গলের দোকান থেকে ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন ও ব্রহ্মরাজপুর বনিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক শাহাদাত হোসেন বাবু, মুস্তাক আহমেদ, সুবীর সাহা, ঘটনাস্থান পরিদর্শন করেন। চোরেরা অভিনব কায়দায় প্রথমে সুমঙ্গলের দোকানের পিছন থেকে সিদ কেটে দোকানে ঢুকে চুরি করে তারপর পাশ্ববর্তী নিউ দে জুয়েলার্সের টিনের চাল পিছন থেকে অভিনব কায়দায় উঁচু করে ভিতরে প্রবেশ করে।

এতে সাধারণ মানুষের মধ্যে বেশ সন্দেহের সৃষ্টি হয়। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন জানান-চুরির ঘটনাটি সম্পুর্ন রহস্যজনক। বাজারের সিসি টিভি ফুটেজ দেখে যাচাই-বাছাই করে চোর সনাক্তসহ প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।

তবে এরিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিল করিনি। সম্প্রতি এলাকায় পুলিশের টহল জোরদার না থাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরির ঘটনা ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামে অহরহ ঘটছে। এলাকায় জলাবদ্ধতার কারণে অধিকাংশ খেটে খাওয়া মানুষের কোন কাজ না থাকায় তীব্র অভাবের মধ্যে ছিচকে চোরের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। সচেতন এলাকাবাসী অবিলম্বে পুলিশি টহল জোরদার করতে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category