স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে বসবাসরত তরুন ভোটারদের মাঝে বিস্কুট ও চকলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন কর্তৃক বাস্তবায়িত ভোটার হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন কর্মসূচির আওতায় ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতির) দিনব্যাপী ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ছবি তোলার কার্যক্রম। সকাল থেকেই ভিড় জমে উঠে তরুণ ভোটারদের। তরুণদের পাশাপাশি নতুন ভোটার অন্তর্ভুক্তি করতে ছুটে আসেন নারীরাও। ফলে অন্যরকম এক উৎসবের আমেজ বিরাজ করে বিদ্যালয় মাঠ জুড়ে।
আর তাদের মাঝে বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নির্দেশে, উপজেলা বিএনপির সাধারণ, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের নেতৃত্বে, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তরুণ ভোটারদের মধ্যে বিস্কুট ও চকলেট বিতরণ করেন বিএনপির নেতারা।
এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম,ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবু তাহের,পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন