শেরপুর প্রতিনিধি মাসুদুর রহমান।
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র আয়োজনে ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে র্যালী বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পশ্চিম বাজারের উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম দুলাল।
পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, এস এম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুর রহমান,
উপজেলা ওলামা দলের আহবায়ক মাসুদুর রহমান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোভন সাহরিয়া রাফি, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কালু ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ শাহিনুর মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শ্রীবরদী উপজেলা হচ্ছে বিএনপির ঘাঁটি। বিএনপির নেতাকর্মীদের প্রাণ হচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রীবরদী- ঝিনাইগাতী আসনে বিপুল ভোটে রুবেল কে জয় যুক্ত করে দেশনায়ক তারেক রহমান কে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা। এতে বিএনপি ও অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে।