1. ra7665785@gmail.com : admin :
শেখ হাসিনার শাস্তির দাবি ভিপি নুরের ডিজিটাল ডেক্স: - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার শাস্তির দাবি ভিপি নুরের ডিজিটাল ডেক্স:

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

ডিজিটাল ডেক্স:
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না।তিনি আরও বলেন, ক্যু-পাল্টা ক্যু হওয়ার আশঙ্কা আছে। সরকার গঠন যত দেরি হবে, তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে। তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিতে আহ্বান জানান তিনি।

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি।উল্লেখ্য, রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় মঙ্গলবার (৬ আগস্ট) জামিন দেওয়া হয় নুরুল হক নুরকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category