জেলা প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা চালানোর অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী অংশ নেন। এদিন জেলা বিএনপির পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়।
চৌরাস্তায় অবস্থান কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এখানো আওয়ামী লীগে নেতাকর্মীদের কাছে অবৈধ অস্ত্রের পাহাড় রয়েছে। সেই অবৈধ অস্ত্র নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। অস্ত্রবাজরা ভালো হয়ে যান, জনগণ যদি আপনাদের কুকীর্তি ক্ষমা করে তাহলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আবার যদি সেই অবৈধ অস্ত্র প্রদর্শন করতে আসেন, জনগণের সুরক্ষায় বিএনপি নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করবে।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতার শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসন এবং যশোরের হোটেল জাবিরে অগ্নিকাণ্ডে নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, যে সকল রাষ্ট্রীয় বাহিনী আওয়ামী সরকারের আজ্ঞাবহ হয়ে জনগণের বুকে গুলি চালিয়েছিল কিংবা তাদের মুখোমুখি দাঁড়িয়েছিল। আজ তাদের চাকুরিচ্যুত করলে হবে না। তাদের অবিলম্বের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা তথা যশোরবাসী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের কথা ভুলে যায়নি। যে সকল সন্ত্রাসী প্রহসনের ভোটের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোতে তথাকথিত জনপ্রতিনিধি হিসেবে বসে আছে। তাদের সকলকে হয় পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদের পদত্যাগে বাধ্য করতে হবে।
অমিত বলেন, দেশের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষা দিয়ে আত্মতৃপ্তিতে ভুগবার কোন কারণ নেই। সবার আগে আমাদের পরিচয় আমরা মানুষ। তাই আমাদের হাতে দেশ ও জনগণ নিরাপদ থাকে। আমরা অতীতেও জনগণের নিরাপত্তা দিয়েছি, এখনো দিচ্ছি, আগামীতেও দিয়ে যাব ইনশাল্লাহ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, অ্যাড মো. ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শিক্ষক নেতা অধ্যাপক ইবাদত খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা সুলতান আহমদ, মহিলা দল নেত্রী শামসুন্নাহার পান্না, সেলিনা পারভীন শেলী, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলাম রেজা দুলু, এ কে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলামসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
অবস্থান কর্মসূচি পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। এদিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁচড়া বাজার মোড়ে এবং আরবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পুলেরহাট বাজারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। এছাড়াও সদর উপজেলার সকল ইউনিয়নে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।