1. ra7665785@gmail.com : admin :
শুধু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নয় বাংলাদেশের সকল ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার জেলা প্রশাসক নওগাঁ - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

শুধু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নয় বাংলাদেশের সকল ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার জেলা প্রশাসক নওগাঁ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬ Time View

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন বাংলাদেশ সম্প্রীতির দেশ। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এদেশে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে কাউকে গুজবে কান দিয়ে প্রবাহিত না হওয়ার এবং গুজবে কান না দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজিদেরকে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব পূর্ণমিলনী-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় এই আহবান জানান জেলা প্রশাসক। নওগাঁ জেলা প্রশাসক বলেন, যতক্ষণ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আমাদের মধ্যে কোন বিবেধ সৃষ্টি হলে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এ জন্য সবাইকে সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির যে মিলবন্ধন সেটিকে অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আপনাদের (সংখ্যালঘু সম্প্রদায়) অধিকার, ঐতিহ্য, জীবনধারা এগুলো রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়। চলমান পরিস্থিতিতে কেউ উদ্বিগ্ন হয়ে সাহায্যর প্রয়োজন হলে প্রশাসনকে জানালে ঐক্য বদ্ধভাবে সেই সমস্যা নিরসন করা হবে। এসময় নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা এইচ এম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ, পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে দুর্গাপূজা পালন করতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দেন পূজা উদযাপন পরিষদের নেতরা। এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নওগাঁ

Please Share This Post in Your Social Media

More News Of This Category