1. ra7665785@gmail.com : admin :
শিবচরে কাদিরপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় - Alifnewstv.com
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিবচরে কাদিরপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ Time View

 

শিবচর উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাদারীপুর জেলার শিবচরে উপজেলার কাদিরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর বাজার মাঠে এ কৃষক সমাবেশ করা হয়।

শিবচর উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাড. নাসীর উদ্দিন বেপারী।

শিবচর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মো. লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান অহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আলম, ও যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন সুমন।

অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনাঃ মোঃ জুয়েল মাহমুদ আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম ও সন্ন্যাসীরচর ইউনিয়ন এর কৃতি সন্তান জনাব, রুবেল হাওলাদার যুগ্ম আহবায়ক শিবচর উপজেলা কৃষকদল।

এ সময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান। এছাড়াও তারা বিগত সরকারের দূর্নীতি বিষয় বিভিন্ন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category