1. ra7665785@gmail.com : admin :
শিবচরে একজনের গাছ অন্যজনকে তুলে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয় । - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

শিবচরে একজনের গাছ অন্যজনকে তুলে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয় ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৬ Time View

 

মোঃ রুবেল আহমেদ ( শিবচর প্রতিনিধি )

শিবচরের সন্ন্যাসী চর ইউনিয়নের রাজারচর মালের কান্দি এলকায় বাদশা মালের লাগানো প্রায় ২০০ গাছ উপড়ে ফেলছে মতি মালের নেতৃত্বে সৈকত মাল ও মোহাম্মদ মাল। এতে মতি মাল ও বাদশা মালের ছেলের মধ্যে সংঘর্ষ ও বোমা নিক্ষেপ করা হয়। মতি মাল আহত হলে একপর্যায়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার জের ধরে আজ বিকেল ৩টা থেকে মতিমালের নেতৃত্বে মালের হাট বাজারে বোমা হামলায় তার নিজ দলের সদস্যরা ৫ জন আহত হন এবং ২জন কে হাসপাতালে পেরন করেন। এ সময় তারা সামাজিক প্রতিষ্ঠান বাজারে বোমা হামলা চালায়।এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনী আসলে নিয়ন্ত্রণে চলে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category