মোঃ রুবেল আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শিবচরের বন্দরখোলা ইউনিয়নে এক মাস ব্যাপী আয়োজন করা হয়েছিলো বন্দর খোলা ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫ । মোট ০৭ দল নিয়ে আয়োজন করা হয় বন্দর খোলা ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫ । কমিটির অক্লান্ত পরিশ্রমের পর দীর্ঘ একমাস খেলার গ্ৰুপ পর্ব শেষ করে বন্দর খোলা একাদশ বনাম বন্দর খোলা তরুন সংঘ একাদশ ফাইনালে অংশগ্রহণ করেন । আজ বিকেল ৪ ঘটিকার সময়ে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ খেলাটি দেখার জন্য উপচে পড়ে দর্শক। খেলা শুরু হওয়ার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল , দ্বিতীয় পর্বের খেলায় গোল দেখা পায় তরুন সংঘের অন্যতম খেলোয়ার লিমনের কাছ থেকে, এর অধিনায়ক সাগরের অক্লান্ত পরিশ্রম এবং গোলকিপার রনি তালুকদারের অসাধারণ দক্ষতায় বন্দর খোলা একাদশকে ০৩-০০ গোলে পরাজিত করেন বন্দর খোলা তরুন সংঘ। বন্দর খোলা তরুন সংঘের সাইফুল ইসলাম তাদের দলের হয়ে দ্বিতীয় গোল করেন । একই ম্যাচে ২ গোল দিয়ে আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হন ।এছাড়া এই চলতি সীজনে সর্বোচ্চ গোল করে টূরনামেন্ট সেরা হয়েছেন আব্দুল্লাহ। অপরপক্ষে বন্দর খোলা তরুন সংঘের গোলকিপার রনি অসাধারণ কিছু সেইভ দিয়ে এবছর প্রিমিয়ার লীগে সেরা গোলকিপার নির্বাচিত হন ।