1. ra7665785@gmail.com : admin :
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হলেন নওয়াপাড়ার কৃতি সন্তান তরফদার জামীল - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হলেন নওয়াপাড়ার কৃতি সন্তান তরফদার জামীল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৮ Time View

 

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ১ বছর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে দায়িত্ব পালনের পর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়িত হলেন, যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়ার কৃতি সন্তান তরফদার মোঃ আক্তার জামীল।

গত ৫ মার্চ ২০২৫ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা হতে ২৮৬ নং স্মারকে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

রাজশাহীতে কর্মকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, তিনটি কলেজ এবং ১টি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে করছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমে সংযুক্ত থেকে তরুণ ও যুবকদের সহায়তা করে আসছিলেন।

তার এই পদায়নে অভয়নগরবাসী শুভেচ্ছা জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category