1. ra7665785@gmail.com : admin :
শিক্ষার্থী ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নানা পেশা ও শ্রেণীর মানুষ। - Alifnewstv.com
September 15, 2024, 2:26 am

শিক্ষার্থী ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নানা পেশা ও শ্রেণীর মানুষ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪
  • 32 Time View

মাহাবুল ইসলাম পরাগ
২২ আগস্ট বৃহস্পতিবার ২০২৪
ছাত্র আন্দোলনে সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছেন। অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। আজ সকালে সাংবাদিকদের সাথে কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ ।

এদের অধিকাংশের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল না। কেউ রিকশা নিয়ে বের হয়েছিলেন জীবনের তাগিদে, কেউ গিয়েছিলেন কাজে, অথবা কেনাকাটা করতে। ময়মনসিংহে নাদিম বলেন আমরা পা একটি কেটে ফেলেছে আমার ভবিষ্যৎ অন্ধকার কে নেবে আমার পরিবারের দায়ভার ।

অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে ভর্তি।
কারো পেটে, কারো পিঠে আবার কারোবা পায়ে গুলি লেগেছে। এতে পা কেটে ফেলা হয়েছে। আবার কারো কারো দুই পায়ে ব্যান্ডেজ।

জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালের ৪২০ নম্বর ওয়ার্ডে ভর্তি ১৪০ জনের প্রায় সবাই গুলিবিদ্ধ। কারো লেগেছে একটি গুলি, কারো লেগেছে দুটি। অনেকগুলো ছররা গুলির ক্ষত নিয়েও ভর্তি কেউ কেউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category