1. ra7665785@gmail.com : admin :
রামপালে সৎ ভাইয়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ - Alifnewstv.com
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

রামপালে সৎ ভাইয়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি
||

বাগেরহাটের বিজ্ঞ আদালত ডিএনএ টেষ্টের নির্দেশ দেওয়ায় রামপালে সৎ ভাইয়ের বসত ঘরে অগ্নি সংযোগ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোন প্রতিকার চেয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শেখ মো. বেলাল হোসেন।

জানা গেছে, উপজেলার রনসেন গ্রামের মৃত বেলায়েত হোসেন ওরফে বেলায়েত মহাজন ৩ টি বিয়ে করেন। তার তিন স্ত্রীর প্রত্যেকের সন্তান রয়েছে। কিন্তু দুই স্ত্রীর সন্তানেরা তৃতীয় মায়ের সন্তান শেখ মো. বেলাল হোসেনকে ভাই বলে অস্বীকার করে তার সৎ ভাই শেখ জাহাঙ্গীর হোসেন দিং বাগেরহাটের বিজ্ঞ সহকারী জজ মো. তুহিনুল ইসলামের আদালতে মামলা করেন। যার নম্বর দেওয়ানি ১০/২০২৪। উভয়পক্ষের আইনজীবিগণের শুনানী শেষে গত ইং ২১ মে’২০২৪ তারিখ বাদী পক্ষের দুই জন ও বিবাদী পক্ষের এক জনের ডিএনএ টেষ্টের আদেশ প্রদান করেন। আদালত বাদী পক্ষকে ১৫ হাজার টাকা জমা দিয়ে প্রোফাইলিং ল্যাবরেটরি, নিউক্লিয়ার মেডিসিন ভবন, ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে যাওয়ার আদেশ দেন। ডিএনএ টেষ্ট করলে সত্যিটা বের হয়ে আসবে বুঝে দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে প্রতিপক্ষরা সন্তোষপুরস্থ বেলালের বসতঘরে অগ্নিসংযোগ করে। বেলাল জানান, তার ৬ মাসের শিশুপুত্র, স্ত্রী ও তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় প্রতিপক্ষরা বাড়ীঘর দখলের চেষ্টা করলে বাগেরহাটে সেনাবাহিনীর সদস্যদের সাহায্য চান। তাদের প্রাথমিক হস্তক্ষেপে প্রতিপক্ষরা চলে যায়। ভুক্তভোগী দাবী করেন বাদীপক্ষরা যে কোন সময় জানমালের ক্ষতি করতে পারে।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category