মিনারুজ্জামান মিরন
যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর (সোসবার) সকালে প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি জনাব নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি শেখ মোঃ আমিনুল হক,ব্যবস্থাপক রাজ টেক্সটাইল মিলস্ লিঃ। বিশেষ অতিথি সিনিয়র সহ- সভাপতি মোজাফ্ফার হোসেন নওয়াপাড়া প্রেস ক্লাব। বিশেষ অতিথি মোসাঃ সুফিয়া খাতুন প্রাক্তন প্রধান শিক্ষক রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন৷ জাকির হোসেন হৃদয় সাহিত্য প্রকাশনা সম্পাদক। মোঃ তারিম আহমেদ ইমন আইসিটি সম্পাদক নওয়াপাড়া প্রেস ক্লাব। মোঃ মোশারফ হোসেন, সম্পাদক দৈনিক দিনের আলো। মোঃ রিফাত হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক,অভিভাবক প্রতিনিধি জাফিজুর রহমান,মিঠুন পালসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, অভিভাবকগণ ও মিক্ষার্থীরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় চার শতাধিক বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।