1. ra7665785@gmail.com : admin :
রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতিতে দোসরদের অনুপ্রবেশের অপচেষ্টা - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতিতে দোসরদের অনুপ্রবেশের অপচেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩১ Time View

০৬ নভেম্বর ২০২৪ ইং বুধবার অভিযোগ উঠেছে রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতি তে আওয়ামী দোসরদের অনুপ্রবেশের অপচেষ্টা।

রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন বলেন, ” বর্তমানে সড়ক পরিবহনে কোথাও কোনরুপ চাঁদাবাজি বা বিশৃঙ্খলা নেই। আমরা সড়ক পরিবহন মালিক সমিতির উন্নয়ন ও জনগণের শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যদি আবারও স্বৈরাচারের দোসরা অনুপ্রবেশ করে তাহলে সড়ক পরিবহন বাস মালিক সমিতির ধ্বংস অনিবার্য।

সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের অনির্বাচিত সিলেকশন কমিটি ফারুক চৌধুরীর নিকটতম আত্মীয় তুলিব চৌধুরীর ছত্রছায়ায় আওয়ামী স্বৈরাচার সরকারের দোসরা দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং পূর্বের ন্যায় আওয়ামী পন্থী শ্রী গৌতম মোহন চৌধুরীর পেটোয়া বাহিনীদের পূর্ন বহাল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।

তিনি আরো বলেন, ‘গত ০৪ আগষ্ট ২০২৪ ইং আওয়ামী স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের সময় শুভ পেট্রোল পাম্পের সামনে স্থানীয় বাস্তুহারা আওয়ামী লীগের নেতা রাজাসহ সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতির অনির্বাচিত সিলেকশন কমিটির নেত্রীবৃন্দ শ্রী গৌতম মোহন চৌধুরী(৫০); পিতা শ্রী লক্ষন মোহন, মাতা শ্রী রেখা রাণী চৌধুরী। মোঃ নাজিমুদ্দিন শেখ, পিতা মৃত এমাজউদ্দীন শেখ। মোঃ মাইনুল কবির, পিতা মৃত আবুল বাসার। খান লতিফুর রহমান, পিতা মৃত সাইদুর রহমান। মোঃ সাখাওয়াত মঞ্জুর বিপ্লব, পিতা এ্যাডভোকেট আব্দুল হাদী। মেহেদী মাসুদ, পিতা মৃত রুস্তম আলী। মোঃ মাহবুবুল আলম মাসুম, পিতা মাহাতাবউদ্দিন সরকার। মোঃ নুরুজ্জামান মোহন, পিতা মৃত নুরুল ইসলাম। হাজী সৈয়দ মুরতুজা আলী, পিতা মৃত সৈয়দ আফসার আলী। মোঃ মুনসুর আলী, পিতা মৃত কসিমুদ্দীন ও সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর বোমা হামলা চালানো সহ মারধর করে “।

Please Share This Post in Your Social Media

More News Of This Category