মোঃ সিহাবুল আলম সম্রাট , রাজশাহী
আজ সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে ২৮ শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রাজশাহী পূর্ব জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম মোর্তুজা। ড: সেলিম রেজা খানের সঞ্চালনায় ও মাস্টার শামীম উদ্দিনের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম, শিবিরের বর্তমান জেলা সেক্রেটারি আব্দুর রউফ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক জাবের আলী, জিয়াউর রহমান, মাস্টার এজাজুল হক, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট ইসাহাক আলী, অ্যাডভোকেট আলিউল ইসলাম, সোহরাব আলী মুহুরী, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, ছাত্রনেতা মাহফুজুর রহমান ইমন ও ইসহাক আলী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবি করেন। সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজার পদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।