যশোর জেলার অভয়নগর থানাধীন সিরাজকাঠি এলাকায় র্যাব-৬, যশোরের বিশেষ এক অভিযানে ০১ টি রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।
অফিস ডেক্স “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ইং ২৭/১০/২০২৪ তারিখ রাত ২০.৩৫ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ২৭/১০/২০২৪ তারিখ রাত ২১.০৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জসিম সরদার (৪০), পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার, মাতা- হালিমা বেগম, সাং-সিরাজকাঠি, ওয়ার্ড নং-৭, নওয়াপাড়া পৌরসভা, থানা অভয়নগর, জেলা- যশোর’কে ০১ (এক) টি বিদেশী রিভলবার ও ০৭ (সাত) রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল। আসামী মোঃ জসিম সরদার (৪০) ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় ০১ (এক) টি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করতঃ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।