উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এবং শহিদুল ইসলাম হাওলাদার, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ডিবি’র তত্ত্বাবধানে
আজ ৮ নভেম্বর ২০২৪ রাত ০৩ টা ৩০ মিনিটের সময় চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসআই(নিঃ)/ মফিজুল ইসলাম,পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল আরোহী ৩ জনকে চ্যালেঞ্জ করলে ১ জন দৌড়ে পলায়ন করে বাকী ২ জনকে হাতে নাতে আটক করে দেহ তল্লাশীকালে আরোহীর কোমড়ে ১টি বার্মিজ চাকু পাওয়া যায় ও ১ টি এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীদের পিসি/পিআর ও স্থানীয় তদন্তে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিগত দিনে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো: তাসনিম ইসলাম বর্শন(২৩), পিতা- শরিফুল ইসলাম, ম সাং-ঝুমঝুমপুর,কোতয়ালী,যশোর, ও অপর আসামি নীল ইসলাম প্লাবন(১৯), পিতা- শরিফুল ইসলাম, সাং-ঝুমঝুমপুর, থানা- কোতয়ালী,যশোর, আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।