1. ra7665785@gmail.com : admin :
যশোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিক্ষোভ সমাবেশ। - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

যশোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিক্ষোভ সমাবেশ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২২ Time View

 

মেহেদী হাসান মামুন, যশোর।

আজ ২৯-১১-২০২৪ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে মসজিদে মুসল্লীদের ওপর হামলা, মসজিদ ভাংচুর করা ও আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে হেফাজত নেতৃবৃন্দ বলেন, হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। বাংলাদেশে এই সংগঠনের সকল কার্যক্রম বন্ধসহ অবিলম্বে বাংলাদেশের ইসকন নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী এই সংগঠনের সঙ্গে জড়িতরা গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার ও মুসলিম আইনজীবি সাইফুল ইসলাম হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যশোরের আলেম-উলামাসহ শান্তি প্রিয় সাধারণ নাগরিকদের সময়ের দাবী উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করা। এই সংগঠনটির সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ইতোমধ্যে মালয়েশিয়া, ইনদোনেশিয়া, সৌদি আরব, রাশিয়ায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুরেও এই সংগঠনটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয়না। ফ্যাসিস্ট পরাজিত শক্তি এদেশে সংখ্যালঘুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমরা নতুন এক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। দেশের সম্প্রীতি অক্ষুন্ন রাখতে আমরা বদ্ধপরিকর। সম্প্রীতি বিনষ্টকারী কোন চক্রান্ত আমরা বরদাস্ত করব না। সমাবেশে নেতৃবৃন্দ শহীদ সাইফুল ইসলাম হত্যাকান্ডসহ ইসকন সংঘটিত সকল অপরাধের সুষ্ঠ বিচার দাবী করেন।

হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনওয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, মুফতী মুজিবুর রহমান, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতী শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতী কামরুল আনওয়ার নাঈম, মুফতী উবাইদুল্লাহ শাকির, মুফতী আব্দুর রহমান এযাযী, মুফতী আব্দুল হান্নান, মাওলানা আবু হুরাইরা, মাওলানা রুহুল আমীন, মুফতী কবিরুল ইসলাম, মুফতী আলাউদ্দিন, মুফতী সালাহউদ্দিন, মাওলানা মাহবুবুল হাসান, মুফতী তরিকুল ইসলাম, মুফতী জালালউদ্দিন, মুফতী রফিক শুয়াইব, মুফতী ইশতিয়াক আহমাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category