1. ra7665785@gmail.com : admin :
যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ ও মিছিল থেকে নিরাপত্তা নিশ্চিতের দাবী - Alifnewstv.com
September 15, 2024, 2:43 am

যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ ও মিছিল থেকে নিরাপত্তা নিশ্চিতের দাবী

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১২, ২০২৪
  • 37 Time View

যশোরে আজ রবিবার বিকালে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশাল মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। মিছিলের মূল প্রতিপাদ্য ছিলো সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান।
ধর্মীয় উপসানলয় ও বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে আজ রবিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সমাবেশে যশোর শহরের বিভিন্ন পাড়া মহল্লার কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

উক্ত সমাবেশে দেবাশীস দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন ইন্দ্রজিত রায়, দেবব্রত রায়, রুপন দাস, শীলা মৈত্র, বিশ্বজিত কর্মকার, দেবলীনা বসু, বাসুদের কর্মকার, জয়ন্ত কুমার বোস, জীবন কুমারসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমরা বাঙ্গালী, বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো আমাদেরও জানমালের নিরাপত্তা নিয়ে বসবাস করার অধিকার আছে।

আমরা বাঙালী। পদ্মা মেঘনা, যমুনা আমাদের ঠিকানা। কিন্তু যে কোন ধরনের রাজনৈতিক বা সামাজিক সংকট দেখা দিলেও এই দেশে আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে টানা হেচড়া শুরু হয়। আমাদের ধর্মীয় উপসানলয় গুলোতে হামলা চালানো হয়। আমাদের দেবদেবী ভাংচুর করা হয়। মন্দিরসহ আমাদের বাসাবাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। কথায় কথায় আমাদেরকে ভারতে চলে যেতে বলা হয়। আমরা তো এই দেশের সন্তান। এটা আমাদের জন্মভূমি ও মাতৃভূমি। আমরা কেনো এদেশ ছেড়ে যাবো?

বক্তারা বলেন এই দেশে যেমন মুসলমানের শান্তিতে বসবাস করার অধিকার আছে, তেমনি অন্য সকল ধর্মের মানুষের শান্তিতে বসবাস করার অধিকার আছে। বক্তারা সনাতন ধর্মাবলম্বীসহ এদশের সকল ধর্মবর্ণের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category