তথ্য ও ভিডিও চিত্রে পাঠানো আমাদের বিশেষ প্রতিনিধি উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে থাকছে :
নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন জানান,একটি আভিযানিক দল যশোর বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজারে অবস্থানকালে ১৩ জুলাই সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের সুমন হোসেন এর বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।
আভিযানিক দলটি গত ইং ১৩ জুলাই ১০ টা ১৫ মিনিটের সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ি আবুল হোসেনের পুত্র মোঃ সুমন হোসেন (৩১) কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে, তার বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও মাদক ব্যবসায়ি সুমনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।