উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোর ঝিকরগাছা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি লাল্টু হোসেন (২৮)কে র্যাব-৬ যশোর ক্যাম্প আটক করে।
নড়াইল সদর থানার মামলা নং- ২৫, তারিখ- ২৭ আগস্ট ২০১২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ৩(খ) তৎসহ ১৯(৪) মামলার আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন (২৮) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী লাল্টু হোসেন (২৮) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ২৩/১০/২০২৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য নড়াইল জেলা পুলিশকে দায়িত্ব প্রদান করেন।
র্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক রাসেল ফ্লাঃ লেঃ প্রতিবেদককে বলেন, গোয়েন্দা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইং ১৩/১১/২০২৪ আনুমানিক ০৭.৩০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন (২৮) যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বিশ্বহরি গ্রামে আত্নগোপনে আছে।
উক্ত স্থানে আভিযানিক দলটি আনুমানিক ০৮.৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লাল্টু হোসেন লালু হোসেন (২৮), পিতা- নূর হোসেন,কাশিপুর,শার্শা,এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১ (এক) টি হত্যা মামলা ও ০২ (দুই) টি মাদক আইনে মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ২৭ আগস্ট ২০১২ তারিখে বিপুল পরিমান ফেন্সিডিল সহ নড়াইল জেলার সদর থানাধীন ডুমুরতলা বেগপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নড়াইল জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী ৩ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল।গ্রেফতারকৃত আসামী’কে নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে।