ইমাদুল ইসলাম :
শুক্রবার রাতে যশোরের চুড়ামনকাটির বাদিয়াটোলা কুয়েত প্রবাসীকে গুলি করে ও নওয়াপাড়ার আড়পাড়ায় টাইলস মিস্ত্রিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, বাদিয়াটোলা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল মালেক মন্ডলের ছেলে কুয়েত প্রবাসী মেহের আলী (৪৫) ও আড়পাড়ার গ্রামের বিলপাড়ার মোদাচ্ছের আলীর ছেলে টাইলস মিস্ত্রি জাহাঙ্গীর আলম মিঠু (৩৩)।পূর্বপরিকল্পিত। কেননা আমার ভাইয়ের বাড়ির চারিপাশে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা রয়েছে। যারা মেরেছে, তারা আগে থেকে সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। স্বজনদের ধারণা, তাকে হত্যার করার জন্য হত্যাকারীরা বাড়ির গেটের সামনে লুকিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল।
আহাজারি করতে করতে তিনি বলেন, আমার ভাইয়ের পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে। তাদের কি হবে! তারা কাকে বাবা বলে ডাকবে! আমার ভাই হত্যার বিচার চাই! আমার ভাইরে কেন মারলো! বারবার ভাই ভাই বলে বুক চাপড়াতে চাপড়াতে বিলাপ করতে দেখা যায় ভাই হারানো আবু আব্দুল্লাহকে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজয়ান উদ দারাইন জানান, গুলিবিদ্ধ মেহের আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন স্বজনেরা। তার মাথার পিছনের দিকে ডান সাইটে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে অপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে একই উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বিলপাড়া মাঠে। সেখানে নিহত জাহাঙ্গীর আলম মিঠু (৩২) টাইলস মিস্ত্রি। তাকে গলা কেটে হত্যা করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় বিলপাড়া মাঠ থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়।
নিহত মিঠুর স্বজনেরা জানান, তিনি টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।
দুটি হত্যাকাণ্ডের বিষয় যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ও ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কি কারণে হত্যাকা- হয়েছে, সুনির্দিষ্টভাবে এখনই বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।