1. ra7665785@gmail.com : admin :
মান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন - Alifnewstv.com
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

মান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২০ Time View

আল আমিন স্বাধীন
মান্দা(নওগাঁ) প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
রথযাত্রা উপলক্ষ্যে আজ নওগাঁর মান্দায় উপজেলা সদর প্রসাদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির হতে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।এ উপলক্ষে মন্দির চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকারসহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category