1. ra7665785@gmail.com : admin :
মাটি দিয়া জুয়িলারি তৈরি করে ভাইরাল এক তরুণী - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

মাটি দিয়া জুয়িলারি তৈরি করে ভাইরাল এক তরুণী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ Time View

 

রিয়াদ ইসলাম আমতলী, বরগুনা

বরগুনা জেলার আমতলী উপজেলার মোসাঃ আয়সা আখি নামের এক যুবতী মাটি দিয়া বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করে শারা ফেলেছে

আয়সা আখির তৈরিকৃত জুয়েলারির ব্যাপারে আয়সা আখির কাছে জিজ্ঞেস করলে আখি বলেন পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এমন উদ্যোগ নিয়েছি, এবং ছোট বেলা থেকেই আমার মাটির জুয়িলারির প্রতি আলাদা আর্কষন ছিলো, তার থেকেই আমি নিজের চেস্টায় তৈরি করতে সক্ষম হই।

তার এ জুয়েলারি তৈরি করতে যে সকল সামগ্রি লাগে তা হলো, মাটি এবং রমেটোরিয়াল্স, রং,

আখি আরও বলেন যে আমার মাটির তৈরি গহনা গুলো আমি খুবই কম মূলে বিক্রি করতে পারবো, আমার হাতের তৈরি একটা মাটির হারের মূল্য ১২০ টাকা, এবং মাটির তৈরি কানের দুলের মূল্য ৫০টাকা, করে যদি বিক্রি করি তাহলে আমার কিছুটা লাভ হবে বলে যানান আখি

এই তৈরিকৃত জুয়েলারি যদি কেউ নিতে চান তাহলে মোঃ আয়সা আখি সাথে যোগাযোগ করতে পারেন
মোবাঃ 01782044632

Please Share This Post in Your Social Media

More News Of This Category