মিজানুর রহমান- মহেশপুর থেকে পাঠানো ভিডিও চিত্র
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ বজলুর রহমান জীবন।
ধারাবাহিক কর্মসূচর অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নাহ নগর বাজার ঘুরে গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকান পাটে গিয়ে ব্যবসায়ীসহ সর্ব শ্রেণী পেশার মানুষের নিকট দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।এবং গরীব দুঃখী মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করার চেষ্টা করবো।
তিনি জন্মসূত্রে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।বর্তমানে মহেশপুর পৌরসভার চৌগাছা বাসষ্ট্যান্ডে সিঙ্গাপুর মটরস এর পরিচালক।
এবং পৌর শহরে স্থায়ীভাবে বসবাস করেন।