মিজানুর রহমান-( স্টাফ) রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুরে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চেয়ারম্যানের অফিস দখলকারীদের কাছ থেকে ফিরিয়ে দিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। রবিবার সকালে উপজেলার শ্যামকুড় বাজারে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক এর দখল হওয়া অফিস ফিরিয়ে দেওয়া হয়। সে সময়ই মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্যামকুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম, শ্যামকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কিছু কুচক্রী মহল এলাকায় ভাঙচুর দখল ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। তাদের প্রতি সোচ্চার হওয়া ও সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও এমন ধরনের কাজের সাথে দলীয় লোকজন জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কঠোর হুশিয়ারী দেন।