মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলমডাঙ্গা ফাউন্ডেশন কর্তৃক বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরে আমাদের প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ ই ডিসেম্বর আলমডাঙ্গা লায়লা কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় শাহিন শহীদ উপস্থাপনা য় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন এর উপদেষ্টা শেখ নূর মোহাম্মদ টিপু।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাফায়েতুল ইসলাম হিরো।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী ডা লিয়াকত আলী, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি শাহ আলম মন্টু,সিনিয়র সাংবাদিক রহমান মুকুল জামায়তের উপজেলা আমীর শফিউল আলম বকুল, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সহ সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা আব্দুল্লাহ আল মামুন।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত -হাফেজ বিল্লাহ মাহাদী।শাহিন সাহিদের উপস্থাপনায়, উদ্বোধনী বক্তব্য রাখেন- আলমডাঙ্গা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক,প্রভাষক মুস্তাফিজুর রহমান তসলিম। তিনি ফাউন্ডেশনের এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ডা লিয়াকত আলী, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম,আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল,রুপালী ব্যাংক ম্যানেজার আব্দুল খালেক।
আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা র বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এর প্রতিনিধি রা উপস্থিত ছিলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বনিক সমিতির সাধারণত সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ডা.আব্দুর রহমান,এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, কলেজিয়েট স্কুল এর উপ -অধ্যক্ষ শামীম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এইচ শাওন,জাফর জুয়েল,বশিরুল আলম,আব্দুর রাজ্জাক রাজু, রাকিবুল ইসলাম রিয়েল,সাজ্জাদ হোসেন,তাইফু,মুসাব ইবনে শাফায়াত।
অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন শরিফুল ইসলাম পিন্টু।