1. ra7665785@gmail.com : admin :
মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী'র ২৫ তম মৃত্যুবার্ষিকী ১৬ই ফেব্রুয়ারি! - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী ১৬ই ফেব্রুয়ারি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৪ Time View

 

শিবচর উপজেলা প্রতিনিধিঃ

হাজী শরীয়তউল্লার বংশধর প্রখ্যাত লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারী রবিবার।

মরহুম সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারী শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার বড় ছেলে মাদারীপুর-১ আসনের বিএনপি’র সাবেক মনোনীত প্রাথী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) ও মেয়ে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত সাবেক সাংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) নাবিলা চৌধুরী সহ তার পরিবারবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।

মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯২৩ সালের ৫ই ফেব্রুয়ারি তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলায় শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

মরহুম সিদ্দিকী দৈনিক ইত্তেহাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মিল্লাত-এর সম্পাদক, ডেইলী নিউ নেশন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক ইত্তেফাক-এর প্রকাশক হিসেবে কর্মরত অথবা জড়িত থাকা অবস্থায় জনাব তফাজ্জল হোসেন মানিক মিয়া, আব্দুস সালাম, জহুর হোসেন চৌধুরী, আবুল মনসুর আহমেদ, খন্দকার আব্দুল হামিদ, সিরাজুদ্দীন হোসেন, সিরাজুর রহমান, গিয়াস কামাল চৌধুরীর সংস্পর্শে আসেন। বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ভিমজী সাহেব, আজিজ সাত্তার, সদরে ইস্পাহানী প্রমুখের সঙ্গে ছিল তাঁর সুসম্পর্ক।

মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী পাকিস্তান আমলে ইস্টার্ণ ফেডারেল ইন্সুরেন্স কোম্পানী এবং বাংলাদেশে জীবন বীমা কর্পোরেশনে জনসংযোগ কর্মকর্তা হিসেবে জড়িত থাকায় রাজনৈতিক ও সংবাদপত্রসেবীদের সাথে তাঁর যোগাযোগ সমৃদ্ধ হয়। বাংলাদেশের রাজনীতির ক্রমবিকাশ বর্ণনা করতে গিয়ে জনাব সিদ্দিকী বৃটিশ আমলের শেষ দিকে শুরু করে পাকিস্তান আমলের সিংহভাগ তুলে এনেছেন ইতিহাসের কথন এবং তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে।

মরহুম সিদ্দিকী রাজনীতি ও সংবাদপত্রসেবী হিসেবে তিনি সমসাময়িক বরেণ্য ব্যক্তি ও মনীষীদের সংস্পর্শে আসেন। রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে শের-এ বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোহন মিয়া, পীর মোহসিন দুদু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ প্রমুখের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।

হাজী শরীয়তউল্লার বংশধর মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯৯৯ সালের ১৬ ই ফেব্রুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category