1. ra7665785@gmail.com : admin :
মণিরামপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ - Alifnewstv.com
September 15, 2024, 4:02 am

মণিরামপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৪, ২০২৪
  • 30 Time View

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার,তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত:

ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত‌ ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখানুপাতিক (pr) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালিন শান্তি পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের অফিসের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ, যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান,আলহাজ্ব ইজ্জত আলী, শামছুদ্দিন আজাদী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category