1. ra7665785@gmail.com : admin :
বেতাগীতে পৌরসভা কর্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাঙ্গচুর ও লুটপাট - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

বেতাগীতে পৌরসভা কর্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাঙ্গচুর ও লুটপাট

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

মোঃ রিপন হাওলাদার বেতাগী উপজেলা প্রতিনিধিও

বরগুনায় জেলার বেতাগী পৌরসভা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। ১৮ই আগস্ট রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এসময় বাধা দিতে গেলে পৌরসভার দুই কর্মকর্তাসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন জাতীয় দৈনিক বিজয়ের বানী কে জানান, ১০/১৫ জন দুর্বৃত্ত পৌর কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে ল্যাপটপ ও কিছু নগদ টাকা লুট করে। তাদের বাধা দিতে গেলে সহকারী নির্ধারক জামাল বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং অফিস সহায়ক আনিসুর রহমানকে পিটিয়ে আহত করার হয়। তিনি বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটের কারণ আমরা বুঝতে পারিনি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনার পর পরই বরগুনা সদর থেকে নৌবাহিনীর দুটি টিম আলাদা ভাবে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category