1. ra7665785@gmail.com : admin :
বিজিবি-সেনাবাহিনীর সহায়তায় মহেশপুর থানার কার্যক্রম সীমিত আকারে চালু - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

বিজিবি-সেনাবাহিনীর সহায়তায় মহেশপুর থানার কার্যক্রম সীমিত আকারে চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

মিজানুর রহমান-স্টাফ রিপোর্টার

বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত আকারে চালু হলো ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম। শনিবার (১০ আগস্ট) সকালে মহেশপুর খালিশপুর (৫৮ বিজিবির) পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তা’সহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
৫৮ বিজিবির পরিচালক লে.কর্ণেল শাহ মোঃ আজিমুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, দেশের ভারত সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এলাকায় মাদক, স্বর্ণ পাচারসহ অন্যান্য অপরাধ হয়ে থাকে। পুলিশ কর্মবিরতি পালন করায় এলাকায় অপরাধ বাড়ছে। তাই উপজেলার মানুষের কথা চিন্তা করে ও পুলিশের নিরাপত্তা বিবেচনা করে বিজিবির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
আর পুলিশ জানায়, এখন স্বল্প পরিসরে চালু করা হয়েছে। তাদের দাবি মানা হলেই দ্রুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category