বিশেষ প্রতিনিধি, প্রশান্ত কুমার (শান্ত) ঢাকা সাভার আশুলিয়া
ঢাকার আশুলিয়া সোনামিয়া মার্কেট মোবাইলে টাকা লেনদেনের প্রতিষ্ঠান বিকাশে ক্যাশ আউট করতে গিয়ে একজন প্রতারক চক্রের সদস্য আটক
আশুলিয়া পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট ভাই বোন ইলেকট্রনি প্রোঃ মোঃ হায়দার চৌধুরীর বিকাশ দোকানে মোঃ লিয়াকত হোসেন (৪২)পিতা মৃত মোঃ পবন মল্লিক তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলা সদর, থানা দহকুলা,পোস্ট দহকুলা,গ্রাম দহকুলা,তার বর্তমান ঠিকানা আশুলিয়া নিশ্চিন্তপুর
প্রতারক মোঃ লিয়াকত হোসেন (৪২)তিনি প্রথমে বিকাশ দোকানে আসে, এসে তিনি ত্রিশ হাজার টাকা বিকাশ এজেন্টে আনার কথা বলে, একটু পরে সে আবার বলে ৩০ হাজার নয়,২৩,৭০০ টাকা আসবে বলে।মোঃ হায়দার তার একটি বিকাশ নাম্বার দেয়, একটু পরে ১৬২১৬ নাম্বার থেকে একটি মেসেজ আসে ২৩,৭০০ টাকা কিন্তু অথচ টাকা আসে না শুধু মেসেজটি এসেছে।বিকাশ দোকানদার মোঃ হায়দার চৌধুরী তার অ্যাকাউন্ট চেক দিয়ে দেখে কোন টাকায় আসে নাই শুধু মেসেজটি এসেছে তখনই তিনি তাৎক্ষণিক বুঝতে পারেন। সে একজন প্রতারক। প্রতারক মোঃ লিয়াকত হোসেন (৪২) তখন স্থান পরিত্যাগ করতে গেলে বিকাশ দোকানদার হায়দার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণের মধ্যে সেখানে বিক্ষোভ জনতা ভির পরে যায়।এবং লিয়াকত হোসেন (৪২) অনেক প্রশ্নের সম্মুখীন হয়। তখন সে সবাইকে বলেন মুজাহিদ ভাই ফেসবুক পেজ থেকে আমাকে কিছু অর্থ দিয়ে সতা করতে চায়..!! তাই আমি মুজাহিদ ভাইকে বিকাশ নাম্বার দিয়েছি।
এর আগেও সোনামিয়া মার্কেটে মোঃ সোহেলের বিকাশ দোকানে একই ঘটনা ঘটে তাকে তখন সতর্কতা করে দিলে তিনি চলে যান।কিন্তু তিনি কয়েক মাস না যেতেই আবারো একই কাজ করলেন, ভাই বোন ইলেকট্রনিক মোঃ হায়দার চৌধুরী বিকাশ দোকানে।