মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী
(০৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় বানেশ্বর সরকারি কলেজ ক্যাম্পাসে ছত্রদলের উদ্যোগে রাজশাহী জেলা ছত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ০৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লিফলেট বিতরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বানেশ্বর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি আরো বলেন রাষ্ট্রকাঠামো মেরামত, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের জন্য
সুশিক্ষা,গবেষণা, আধুনিক সুযোগ সুবিধা প্রদান ও উন্নত আবাসন- মানসম্মত ডাইনিং এর ব্যবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ধারার ছাত্র রাজনীতির বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
প্রধান অতিথির সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির রায়হন , রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সামিম সরকার, ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন, রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক আকবর হোসেন জাকি, ছাত্রদল সদস্য সচিব সৌরভ, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবর বুলেট, জেলা যুগ্ম আহবায়ক অন্তর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল। বানেশ্বর কলেজ ছাত্রদলের কর্মী রাজু আহমেদ সিজার, সুমন, সাজ্জাদ হোসেন, শিমুল ইসলাম, সোহানুর রহমান সোহান, সাব্বির হোসেন, সুমিত সরকার, নুসরাত জাহান বর্ষা, সম্পা খাতুন, মায়া খাতুন পুঠিয়া কলেজ এর সাধারন ছাত্রছাত্রী আসিক সৌরব রহুল ইমরান মুন্না সাহিন সাগর রাফি আসাদুল আসরাফ আবির সজল গিতাসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সুস্থতা কামনা করে তার শুভেচ্ছা বক্তব্য ও মতবিনিময় সভা শেষ করেন।