1. ra7665785@gmail.com : admin :
বাগেরহাটের শরণখোলায় যুব অধিকার পরিষদের কমিটি গঠন আহবায়ক হাসান মির্জা সদস্য সচিব জীবন আহমেদ। - Alifnewstv.com
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় যুব অধিকার পরিষদের কমিটি গঠন আহবায়ক হাসান মির্জা সদস্য সচিব জীবন আহমেদ।

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

 

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের “বাংলাদেশ গন অধিকার পরিষদ” এর অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।
৭ (নভেম্বর) ২০২৪ বুধবার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।কমিটিতে হাসান মির্জাকে আহবায়ক ও জীবন আহমেদকে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: নাইম আকন (সিনিয়র যুগ্ন আহবায়ক) মো: জাহিদ হাসান, মোঃ রাজু,মো: আরাফাত জয় হাওলাদর,মেহেদী হাসান,মো: জসিম হাওয়ালাদার,মো: শেখ মাসুম বিল্লাহ,মো: নাজমুল হক আকন,মো: সবুজ,মো: শামীম ইকবাল,মো: মেহেদী হাসান,মো: হাসান পহলান,মো: আল আমীন,মো: মাসুদ সেপাই (যুগ্ন আহবায়ক) মো: শামীম (সিনিয়র যুগ্ন সদস্য সচিব) মো: সগির হোসেন সবুজ, দীপক মাষ্টার দাস,আসাদুল ইসলাম রাজ,মো: এম বি আর জাহিদ, মলয় সমাদ্দার,মো: শাহীন ঘরামি, মাসুম তালুকদার, ইলিয়াস হাওলাদার, আল হাসান রাব্বি,শাহীন বিশ্বাস,জাকির হোসেন,মো: ইমরান হোসেন (যুগ্ন সদস্য সচিব)। মো: মিঠু মাষ্টার, মো: মাসুদ শরিফ, মো: নাজমুল হাসান,মো: ইলিয়াস, মো: আজিম হোসেন প্রমুখ কার্যকরী সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category