1. ra7665785@gmail.com : admin :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির দলীয় কোন্দলে সভাস্থলে ১৪৪ ধারা জারি - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির দলীয় কোন্দলে সভাস্থলে ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৯ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপির দুটি গ্রুপ সভা আহবান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (৬নভেম্বর) সভাস্থল উপজেলার সন্ন্যাসী বাজারে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক অ্যাড. আবদুস সালাম ও সাবেক সভাপতি মোঃ সেলিম হাওলাদারের দুটি পক্ষ বুধবার বিকেল ৪টায় সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের সামনে সভা আহবান করেছিল।
দুটি পক্ষ একই স্থানে সভা ডাকায় পরিস্থিতি মারমুখী হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাস্থলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সন্ন্যাসী বাজারসহ পার্শ্বববর্তী এলাকায় সকল ধরণের সভা, সমাবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category