1. ra7665785@gmail.com : admin :
বাগেরহাটের ফকিরহাটে ১৬ মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে ১৬ মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫ Time View

 

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ১৬ মামলার আসামি মনির শেখকে (৪৫) এবার হাতে নাতে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) সকালে আসামি মনিরকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাট ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাদক কারবারি মনির শেখ উপজেলার বারাশিয়া এলাকার মৃত হামিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বারাশিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মাদক কারবারি মনির শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও দুই মাদক কারবারি পালিয়ে গেছে। তারা হলেন – চাকুলী এলাকার রাজন নিকারী এবং একই এলাকার মিরুজুল নিকারী।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাদক কারবারি ৩(তিন)জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার মাদক কারবারি মনির শেখের বিরুদ্ধে এর আগে থানায় ১৬টি মাদক মামলা আছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category