1. ra7665785@gmail.com : admin :
বাগেরহাটের কচুয়া উপজেলা ৩ শিশুকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধা আটক। - Alifnewstv.com
September 15, 2024, 3:31 am

বাগেরহাটের কচুয়া উপজেলা ৩ শিশুকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধা আটক।

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২, ২০২৪
  • 69 Time View

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি ।

বাগেরহাটের কচুয়ায় ৭০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ মেয়ে শিশুকে যৌন
নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আজহার আলি মোল্লাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় পিরোজপুর জেলার রাজারহাট এলাকাথেকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।এর আগে গত ৩০ জুলাই বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলারমঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। চরসোনাকুর গ্রামের
মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৭০) ঐ ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাবখাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে
তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত
আজাহার মোল্লা পালিয়ে গেলেও ঘটনার পর ভিকটিম এর পিতা আলম মোল্লা বাদী
হয়ে অভিযুক্ত আজাহার মোল্লার বিরুদ্ধে ১ আগষ্ট কচুয়া থানায় নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করেন।
নির্যাতনের শিকার ৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের
বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন ৩য় শ্রেনীর
ছাত্রী।
স্থানীয়রা জানান, আটককৃত ব্যাক্তি একজন জঘন্য প্রকৃতির লোক। এর আগেও
তার যৌন কামনা চরিতার্থ করার জন্য বিভিন্ন অপকর্ম করে এলাকা বাসীর কাছে ধরাখেয়ে মারপিটের স্বীকার হয়েছে। তার সঠিক বিচারের দাবি করেন তারা।
এ বিষেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন
জানান,ঘটনার পর থেকে আসামি পুলিশি গ্রেফতার এড়ানোর জন্য পলাতক ছিল।
মামলা রুজুর পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য কচুয়া থানা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান করে পিরোজপুর জেলার রাজারহাট এলাকা
আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন
বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category