1. ra7665785@gmail.com : admin :
বাইনতলা বাজার কমিটির উদ্যোগে এক বিশাল ফুটবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়। - Alifnewstv.com
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

বাইনতলা বাজার কমিটির উদ্যোগে এক বিশাল ফুটবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

 

মোঃ বনি আমিন শেখ।
বটিয়াঘাটা প্রতিনিধ।

আজ শুক্রবার ০৮/ ১১/ ২৪ ইং বিকাল ০৪ঃ০০ ঘটিকায় বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের কে, বাইনতলার বাজার কমিটির উদ্যোগে দুইটি দল বিভক্ত করে এক ফুটবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিযাঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জনাব খাইরুল ইসলাম খান জনি।আরো উপস্থিত ছিলেন, জনাব হায়দার আলী শেখ সাবেক ৭ নং আমিরপুর ইউনিয়নের বিএনপির ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড
সভাপতি বোরহান উদ্দিন শেখ ও যুবদল সভাপতি জনাব ইসমাইল হোসেন শেখ সহ ইউনিয়ন, ওয়ার্ল্ড ও ওয়ার্ল্ড এর বাইরের নেতৃবৃন্দ গন।

খেলাটি উদ্বোধন করেন ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব ইসমাইল হোসেন শেখ।

খেলাটি পরিচালনার জন্য উপস্থিত ছিলেন, তিনজন রেফারি। মূল রেফারির দায়িত্ব পালন করেন জনাব শাহ আলম স্যার।আর দুজন লাইন ম্যানের দায়িত্ব পালন করেন,
১ম জন হিসেবে দায়িত্ব পালন করেন মিঠুন চক্রবর্তী এবং ২য় জন হিসেবে দায়িত্ব পালন করেন মুত্তাকিন শেখ। তিনজন রেফারির সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন বাইনতলা বাজার কমিটি।

পরবর্তীতে খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধে কোন দলের গোলের সম্ভাবনা না হওয়ায় প্রথমার্ধের খেলা শেষ হয়। পরবর্তীতে হাফ টাইম এর পরে দিতে আর্ধের খেলা শুরু হওয়ার পর আবারও কোন কোন গোলের সম্ভাবনা না হওয়ায় খেলাটি ৩০মিনিট, ৩০মিনিট করে ৬০ মিনিটে খেলাটি শেষ হয়। পরবর্তীতে ট্রাইবেকারের মাধ্যমে খেলাটির ফলাফল হওয়ার সম্ভাব হয়। ট্রাইবেকার ০৫- ০৩ গোলে মেইন রোডের পাশে দোকানদাররা জয়ী হয় আর মেইন রোডের দোকানদাররা বিজয়ী হয়।

পরবর্তীতে প্রধান অতিথি জনাব খাইরুল ইসলাম খান জনি ও জনাব ইসমাইল হোসেন শেখ দুই দলের মাঝে ট্রফি তুলে দেন ও খেলার সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category