1. ra7665785@gmail.com : admin :
বর্নাত্য‌দের পা‌শে সহ‌যোগীতা কর‌তে প্রস্তুত হ‌চ্ছে ইতনার ছাত্রসমাজ - Alifnewstv.com
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বর্নাত্য‌দের পা‌শে সহ‌যোগীতা কর‌তে প্রস্তুত হ‌চ্ছে ইতনার ছাত্রসমাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০৭ Time View

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে ইতনা ইউ‌নিয়‌নের ছাত্র সমাজ ও স্বেচ্ছা‌সেবী সংগঠন। ইতনা চৌরাস্তায় বর্ন্যার্ত‌দের সহ‌যোগীতা সংগ্র‌হের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ তুলে দিচ্ছেন নির্ধা‌রিত ব‌ক্সে।

আজ শুক্রবার সন্ধ্যায় ইতনা চৌরাস্তাবাজা‌রে ছোট দু‌টি কাটুন ব‌ক্স তৈরি করে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছিল।‌ দ্বীন ইসলাম, রিকো, ইমরুল, সাজিদ, আদিপ, আরিফ, শরিফুল, রাহেদুল, সজিব, আসিফ, ইমন, ছোটন আরো অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছেন।

আগামীকা‌তে ইতনা ইউ‌নিয়‌নে অব‌স্থিত ইতনা বাজার, রাধানগর বাজার, চর‌দৌলতপুর বাজার, সন্ধ্যাকালীন বাজার সহ স্থানীয় হাট বাজার থে‌কে সহ‌যোগীতার নগদ অর্থ কা‌লেকশন কর‌বে ব‌লে জানা গে‌ছে। এরপর স্থানীয় শিক্ষা প্র‌তিষ্ঠান এবং ধনাঢ্য ব্য‌ক্তিব‌র্গের সহ‌যোগীতা নি‌য়ে বন্যায় ক্ষ‌তিগ্রস্থ‌ মানু‌ষের মা‌ঝে সহ‌যোগীতা কোন পদ্ধ‌তি‌তে পাঠা‌নো যায় সেটা বি‌বেচনা করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বেচ্ছা‌সেবক টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category