1. ra7665785@gmail.com : admin :
ফরিদপুরের ভাঙ্গায় বাস- পিকআপ মুখোমুখি সংঘর্ষ নিহত -২, আহত-১২ - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় বাস- পিকআপ মুখোমুখি সংঘর্ষ নিহত -২, আহত-১২

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২২৬ Time View

তথ্য ও ভিডিও চিত্রেঃ সাব্বির হাসান স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১২ জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবারে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পিকআপের হেলপার এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

পিকআপের ড্রাইভার এখনো আটকা পড়ে আছে। তাদের এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে।

ঘটনা স্থলে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্বারের জন্য চেষ্টা চালাচ্ছেন। ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি বেপরোয়া গতিতে চলছিল।

দুর্ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে পরিবহনটি সামনে থাকে বিদ্যুতের খুঁটির সাথে গিয়ে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে খুঁটি টি একপাশে হেলে পড়ে।

এতে অল্পের জন্য পরিবহনটি খাদে পড়া থেকে রক্ষা পায়। এ সময় পরিবহনে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১২ জন আহত হয়। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এস, আই আব্দুল্লাহেল বাকী জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটা বাস ও ফরিদপুর গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাস ও পিক-আপের সামনের অংশ সম্পূর্ণ দূমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় বাস- পিকআপ ছিটকে গিয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের খুঁটির সাথে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিস্তারিত,দেখুন,ভিডিও,চিত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category