1. ra7665785@gmail.com : admin :
প্রতীক্ষিত সেই রাস্তার উদ্বোধন করলে বিছালী ইউপি চেয়ারম্যান।  - Alifnewstv.com
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

প্রতীক্ষিত সেই রাস্তার উদ্বোধন করলে বিছালী ইউপি চেয়ারম্যান। 

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের

বহু প্রতীক্ষিত সেই রাস্তা বড়াল আটঘরা নাওশোনা মহাশ্মশান হয়ে বন খলিশাখালীর রাস্তা  পাকা (পিচ) করনেরবউদ্বোধন করেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক। (৪ ডিসেম্বর)  সকাল  দশটায়  বড়াল খানের দোকানের সামনে হতে রাস্তাটির উদ্বোধন  করা হয়, এই রাস্তা উদ্বোধনের মাধ্যমে বড়াল আটঘরা রুনদিয়া,আকবপুর বন খলিশাখালি,রুখালি আকবপুর  সহ  বিছালী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের  যুগ যুগের কষ্টের নিরসন হবে,

উদ্বোধন সময়ে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক বলেন,এই  রাস্তা নির্মাণের জন্য আমি বহু  সংগ্রাম করেছি, বহু দপ্তরের দিনের পর দিন ঘুরেছি , ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়াকে যারা আমার সাথে থেকে এ সংগ্রামে অংশগ্রহণ করেছিল।বিছালী  ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের নাওশোনা মহাশ্মশানে গিয়ে সৎকারের কাজটি নির্ভীগনে করতে পারবে। ইউনিয়নের হিন্দু সম্প্রদায়কে দেওয়া কথা রাখতে পেরে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category