মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শিলেমানপুরের চরের বিলের খালের দু’ধারে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত Safal for IWRF প্রকল্পের সহযোগিতায় কদবেলের চারা রোপণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরণ সংস্থা পাইকগাছা উপজেলা শাখার ম্যানেজার আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গাছের চারা রোপণের উদ্বোধন করেন। চারা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষ প্রকল্পের ওয়াটার শেড কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, আব্দুস সালাম মোড়ল, বাবুল সরদার, সুমন আহমেদ, সেকেন্দার আলী গাজী। এছাড়াও আলোচনা সভায় উত্তরণ সংস্থার উপজেলা শাখার WCF দিবাকর দে, শেখ জুয়েল পারভেজ, তহিদুজ্জামান, তানবীর আহমেদ, ওয়াটার সেড কমিটির সদস্য মনিরা খাতুন, তাছলিমা খাতুন, ওসমান মোড়ল, হুমায়ূন কবির, খাইরুল ইসলাম, জাহান আলী, সাত্তার মোড়লসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।