সুমন কুমার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে বায়েজিদ শিকদার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার চর আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বায়েজিদ উপজেলার নলখোলা গ্রামের রুহুল শিকদারের ছেলে। সে তার মায়ের সঙ্গে পৌরসভার চরআউশিয়া গ্রামে নানা আমজাদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে।
শিশুটির মামা তপু বিশ্বাস বলেন, দুইদিন আগে বায়েজিদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার সন্ধ্যা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মসজিদের মাইকেও তার নিখোঁজের ব্যাপারে ঘোষণা করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নানার বাড়ির পাশের ডোবায় তার দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ওই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।