1. ra7665785@gmail.com : admin :
নরসিংদী জেলখানায় হামলা ও বন্দি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত শুরু - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

নরসিংদী জেলখানায় হামলা ও বন্দি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৪ Time View

ডেক্স নিউজ:
নরসিংদী জেলা কারাগারে হামলা ও কারাবন্দি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল রোববার থেকে তদন্তকাজ শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব তদন্ত কমিটির আহ্বায়ক ড. ফারুক আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের কমিটির সদস্যরা গত রোববার ঘটনাস্থল জেলা কারাগার পরিদর্শন করেন। রোববার সকালে তদন্ত কমিটির আহ্বায়কের নেতৃত্বে সদস্যরা কারাগারে ভিতরে প্রবেশ করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত কারাগার, কারাগারের ভিতরে বাসভবন, আসামিদের সেল, ইউনিট ও হাসপাতালসহ কারাগারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।এ সময় তিনি সাংবাদিকদের বলেন, কারাগারে হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষে কোনো গাফিলতি ছিল কিনা এটিও তদন্তের একটি বিষয়। কেননা তদন্ত কমিটির বেধে দেওয়া কাজের মধ্যে কারাগারে হামলার কারণ ও কারও দায়িত্ব পালনে কোনো অবহেলা রয়েছে কিনা সে বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রবিবার থেকে পুরোদমে তদন্ত শুরু হয়েছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।তদন্ত দলের অন্য সদস্যরা হলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল কবির, নরসিংদী (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এবং সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা। জেলখানা পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category