মিনারুজ্জামান মিরন ঃনড়াইলে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিছালী ইউনিয়ন বি এন পি র গন প্রচারণা করেন। সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভাই তাদের জান মালের নিরাপত্তার দ্বায়িত্ব আমাদের সকলের।
এই পদিপদ্য সামনে রেখে বিছালী ইউনিয়ন ছাত্র দল নেতা ও ১২ নং বিছালী ইউনিয়ন যুব দলের সভাপতি পদ প্রার্থী অধ্যক্ষ এস এম কামাল হোসেনের নেতৃত্বে অত্র ইউনিয়নে .মোটরসাইকেলযোগে গনসংযোগ ও পথসভা সভা পরিচালিত হয়। উক্ত গনসংযোগ সভায় ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাকারিয়া হুসাইন, বিছালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল মোল্লা, বিএনপি নেতা আকিবুর রহমান, নাসির মোল্যা,যুব দল নেতা শেখ জসিম, বিল্লাল গাজী, নাদিম গাজী, শহিদুল শেখ, রাশিদুল মোড়ল, বাবুল মোড়ল, ছাত্রদল নেতা মেহেদী হাসান, শেখ রানা, মুন্না, আসিব সহ সতাধিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সতাধিক নেতা কর্মী যোগদান করেন।এবং ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর নেন, এবং তাদেরকে আসস্সত করেন নির্ভয়ে থাকার জন্য।