মিনারুজ্জামান মিরন ঃ
পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী- বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা,শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা,গুম- খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলো গনতান্ত্রিক দল গুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদের স্মরনে শোক র্যালি হয়েছে।
বুধবার ( ২১ আগষ্ট) সকালে জেলা ছাত্র দলের আয়োজনে এই শোক র্যালি হয়।
জাতীয়তাবাদী দল ( বিএনপির) নড়াইল জেলা কার্যালয় থেকে শোক র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় বক্তব্য দেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, নড়াইল জেলা শাখার সভাপতি , মোঃফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান ( সনি)যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সর্দার, সাংগঠনিক সম্পাদক রোবায়েত হোসেন শাকিল প্রমুখ এসময় জেলা, উপজেলার ছাত্র দলের নেতাকর্মী সহ, যুবদল,সেচ্ছসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।